বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০১৭

ভালোবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা

মানুষের মাঝে আছে মন।
মনের মাঝে প্রেম।
প্রেমের মাঝে জীবন।
জীবনের মাঝে আশা।
আশার মাঝে ভালবাসা
আর সেই ভালোবাসার শুধুই তুমি।
আর
মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো ভালবাসা।
যার মধ্যে ভালোবাসা নেই তার কোনো দুর্বলতাও নেই।
ভালোবাসার জন্য মানুষ সব কিছু ছেড়ে দেয়।
আর সেই ভালোবাসা তার জন্য কাল হয়ে দাড়ায়।আর ভালোবাসা মানে আবেগের পাগলামি।
ভালোবাসা মানে কিছুটা দুষ্টামি।
ভালোবাসা মানে শুধু কল্পনাতে ডুবে থাকা।

ভালোবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা।

bangladesh